টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসিন্দা রায় পরিবারের কৌশিকবাবু ও অপর্ণা দেবীর সন্তান অভিয়ান্স রায়-এর অন্নপ্রাশনের অনুষ্ঠান একটু অন্যরকম ভাবে পালন করলেন তাঁরা। রবিবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় ৩০০জন পথ শিশু ও দুঃস্থ মানুষকে মধ্যাহ্ন ভোজনের মধ্যে দিয়ে। মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস,পোস্ত, মিষ্টি, চাটনি। কৌশিকবাবু বলেন, লকডাউনের সময় ও মহামারী চলাকালীন ধুমধাম করে অনুষ্ঠান না করে দুঃস্থ মানুষদের পাশে যতটা থাকা যায় তার চেষ্টা করলাম। তিনি আরও বলেন, আমরা বর্ধমান শহরের মানুষ মানুষের জন্য নামক এক সংস্থার আমি একজন সদস্য তাই তাদের মাধ্যম দিয়েই এই আয়োজন। মা অপর্ণা দেবী বলেন, অনেক মানুষের আশীর্বাদ পেল আমাদের সন্তান। এটাই সব চেয়ে বড় পাওনা।এদিন এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ব্যাবসায়ী সুরক্ষা সমেতির সভাপতি বিশ্বেশ্বর চৌধুরী ,উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি সেখ পিন্টু সহ অনান বিশিষ্ট ব্যাক্তিত্বরা ।
Social