Breaking News

সকাল সকাল ডাকাতির ছক বানচাল দুষ্কৃতীদের

 

   দীপক মুখার্জি,সিউড়িঃ  সাতসকালে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ হানা দেয় সিউড়ীতে অবস্থিত স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইন্যান্সে। সকাল ন’টা নাগাদ মুথুট ফাইন্যান্সের যখন গেট খোলা হয় ঠিক সেই সময় বেশ কয়েক জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ মুথুট ফাইন্যান্স এর গেটের সামনে চড়াও হয়। তারা সিকিউরিটি গার্ড ও ব্রাঞ্চের স্টাফদের গেটের বাইরে থেকে বন্দুক দেখিয়ে গেট খোলার জন্য হুমকি দেয় ও বলে গেট না খুললে গুলি চালিয়ে দেবে। এমতো অবস্থায় কোনো স্টাফ সিকিউরিটি এলার্ম বাজিয়ে ফেলে। সিকিউরিটি অ্যালার্মের আওয়াজ শুনে ওই এলাকার সমস্ত দোকানদার বুঝে ফেলে ফাইন্যান্সের অফিসে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং এলাকার দোকানদার ও সাধারণ মানুষ তড়িঘড়ি সেখানে পৌঁছায়। এমতো অবস্থায় বেগতিক দেখে ডাকাতদল পালানোর চেষ্টা করে। সবশেষে তারা গুলি চালিয়ে পালিয়ে যায় । ডাকাত দলের গুলিতে একজন সাধারন মানুষ আহত হন।

সমস্ত ঘটনাটি সিউড়ি থানার গোচরে গেলে, সিউড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে ও সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সিউড়ি থানার উচ্চপদস্থ আধিকারিকরা তড়িঘড়ি বিষয়টি তদন্তে নামে এবং এরকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে। সকাল সকাল এরকম ডাকাতির ঘটনায় সিউড়ি বাসির মনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

About Burdwan Today

Check Also

ভিয়েতনামে গ্র্যান্ড প্রাইজ ট্রিপ সহ এমডিজে “কাপল নং ১” সিজন ৩- এর কার্টেন রাইজার

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ মহাবীর দানওয়ার জুয়েলার্স তাদের অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট, “কাপল নং ১ (সিজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *