নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুয়ারে রেশন পরীক্ষা মূলক প্রকল্পের কাজ জেলায় প্রথম শুরু হলো দুর্গাপুরের ফরিদপুর এলাকায়l পরীক্ষা মূলক ভাবে দ্বিতীয় প্রকল্প টি শুরু হবে আসানসোলে একটি এলাকায়। মুখ্যমন্ত্রী ভোটের আগে বাংলার জনতাকে আশ্বাস দিয়েছিলেন খাদ্য সংকট মেটাতে এই প্রকল্পের সূচনা করবেন। আশ্বাস মতন কাজ, সহজে রেশান ব্যবস্থা পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানর ঝক্কি কমবে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন লকডাউন কালের সুফল হাতে নাতে পাচ্ছেন মানুষরা। এদিন উপস্থিত ছিলেন নগর নিগমের মেয়র পরিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়, জেলা রেশন বিভাগের অদিকারীকরা। এরপর এই প্রকল্পের সাফল্যর ওপর নির্ভর করছে সারা রাজ্যর নতুন ভাবনার রেশনিং ব্যবস্থা।
Check Also
জবরদখল মুক্ত করতে জেসিবি নিয়ে অভিযানে নামল ডিএসপি
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের রামকৃষ্ণ এভিনিউতে দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) জমি …
Social