টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুয়ারে শিক্ষক সম্বর্ধনা দিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল। শিক্ষক দিবস উপলক্ষে রবিবার সকাল থেকেই মেমারি হাসপাতাল পাড়া থেকে বাইক ও টোটো র্যালি করে মেমারি পুরসভার ১৬টি ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা জানান। বিশেষত সেই সমস্ত শিক্ষকদের বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন, যারা শিক্ষক দিবস থেকে অনেকটা দূরে থেকে গেছেন শারীরিক কারণে। এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে তিনি এদিন র্যালি করেন। ফলে এলাকাবাসীর উপর যেমন সাড়া ফেলেছে, তেমনি শিক্ষক দিবস থেকে বিচ্যুত শিক্ষকরাও খুশি।
শিক্ষক দিবস মানে ছাত্র-শিক্ষকের মেলবন্ধন। এই দিনে কোথাও-না-কোথাও মিস করছিলেন সেই সমস্ত অবসরপ্রাপ্ত বা অসুস্থ শিক্ষকরা। তাই মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের উদ্যোগে দুয়ারে দুয়ারে শিক্ষকদের নিয়ে সেই সমস্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়।
Social