Breaking News

শিক্ষকদের দুয়ারে গিয়ে সম্মান জানালো যুব তৃণমূল

টুডে নিউজ সার্ভিস, মেদিনীপুরঃ সমাজ গড়ার কারিগর দের উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ দিয়েছেন। সকাল সকাল রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে এসেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। এই ধারা বজায় রেখে জননেতা অভিষেক ব্যানার্জী ও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের বার্তাকে পাথেয় করে  মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্দীপ সিংহ রবিবার সারা জেলা জুড়ে গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় যুবকর্মীদের শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর অনুরোধ করেন। মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া এই ভাবনার অভিনবত্ব এনে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর কর্মসূচির সাফল্য কামনা করেন। মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও কর্মসূচি রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 

ভাবনায় অভিনবত্ব এনে শিক্ষক দিবস উপলক্ষে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সন্দীপ সিংহ নিজে শালবনীতে শিক্ষক সেলের তন্ময় সিংহ সহ যুব তৃনমুলের সাথীদের নিয়ে প্রাক্তন শিক্ষকদের বাড়ী গিয়ে আর্শীবাদ নিলেন ও বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্যের এবং টীকাকরণের খোঁজ খবর করেন। ভাবনার অভিনবত্বে নতুন আঙ্গিকের কর্মসূচির সফল রূপায়ণের জন্য জেলা জুড়ে যুব সহযোদ্ধাদের ধন্যবাদ জানান  মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ সিংহ ।

About Burdwan Today

Check Also

ধর্মঘট প্রত্যাহার ব্যবসায়ীদের, বৃহস্পতিবার থেকে বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান

টুডে নিউজ সার্ভিসঃ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার। আলুর সঙ্কট কাটাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *