টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ শান্তনু ঠাকুর মন্ত্রী হবার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতাবালা ঠাকুর বলেন, শান্তনু ঠাকুর এমপি হওয়ার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারেনি। এমপি এমএলএ হয়ে চেয়ারে বসে যদি কাজই না করতে পারি তাহলে মন্ত্রী বানিয়ে কি হবে! মন্ত্রী হলে ব্যক্তিগত শান্তনু ঠাকুর-এর লাভ হবে মতুয়াদের কোন লাভ হবে না ।
Check Also
দুবছর পর খুললো জামালপুরের শ্রীমা সংঘ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রায় দুবছর বন্ধ থাকার পর খুললো পূর্ব বর্ধমান জেলার জামালপুর-২ অঞ্চলের …