টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার বলে পরিচিত। এই ফুলবাজারে প্রতিদিন পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা থেকে কয়েকহাজার ক্রেতা বিক্রেতা প্রতিদিন আসেন।তবে বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারন, দূরবর্তী এলাকা থেকে ফুল নিয়ে বিক্রি করতে আসতে পারছেন না বা বিক্রি করতে যেতে পারছেন না। এমনটাই অভিযোগ কোলাঘাটের ফুল ব্যবসায়ী ও চাষীদের। তাদের দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখুক রেলদপ্তর না হলে প্রতিদিন ক্ষতির শিকার হবেন দিন আনা দিন খাওয়া চাষী ও ব্যবসায়ীরা। কোলাঘাট ফুল বাজারে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষজন আসেন ফুল বিক্রি বা ব্যবসা করতে। এদিন থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার কারনে সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। দাবি সারাদিনে বেশকিছু ট্রেন চালু রাখুক না হলে মাঠের ফুল মাঠেই শুকিয়ে যাবে। ফলে এই করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়বেন কয়েক হাজার এই ফুলচাষী ও বিক্রির সাথে যুক্ত কয়েক হাজার মানুষ।
Check Also
বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …
Social