Breaking News

লেবুর দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না চাষিরা


শ্রাবনী, ঘোষ কালনাঃ
করোনা পরিস্থিতিতে মানবদেহে ভিটামিন-সি এর জোগান বাড়াতে ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছেন লেবু খাওয়ায়, আর যার জেরে করোনা পরিস্থিতির মধ্যে বেড়েছে লেবুর চাহিদা, তবে লকডাউনের জেরে ট্রেন গাড়ি বন্ধ থাকার কারণে দাম পাচ্ছেন না পূর্বস্থলী পারুলিয়া এলাকায় লেবু চাষিরা। গত বছরও করনা পরিস্থিতির জেরে মার খেয়েছে লেবু চাষ, আর এবারও আংশিক লকডাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে চাহিদা থাকা সত্ত্বেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না লেবু চাষিরা। আগে ২ থেকে ৩ টাকা লেবুর দাম পেতেন চাষিরা, কিন্তু এইবার লকডাউনের যার দাম নেমে দাঁড়িয়েছে আশি পয়সা থেকে নব্বই পয়সার মধ্যে. যার জেরে লেবার দিয়ে ঠিকমতো লাভ করতে পারছেন না লেবু চাষিরা। পারুলিয়া এলাকার পাতিলেবু আসানসোল, দুর্গাপুর, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকায় পাড়ি দেয় কিন্তু যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে সংকটের মধ্যে পড়েছেন তাঁরা, অবিলম্বে সরকার ট্রেনে একটি ভ্যান্ডার চাষিদের জন্য খুলে দিক, তাহলে কিছুটা অন্তত সুরাহা হবে চাষিদের এমনই জানাচ্ছেন তাঁরা।

 এ বিষয়ে কানলার কৃষি আধিকারিক পার্থ ঘোষ তিনি জানান পাতিলেবু মানব শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে, তাই চাহিদা রয়েছে লেবুর, আগে মানুষ শুধু রসনার তৃপ্তির জন্যই লেবুকে ভাতের সাথে ব্যবহার করতেন কিন্তু বর্তমানে ঔষধি গুণের বিষয়টি সামনে আসায় লেবুর চাহিদা বেড়েছে, আর এটি চাষি অল্প খরচে বেশি লাভজনক ফসল হিসেবে চাষ করতে পারেন। লেবুর দাম বাড়লেও লকডাউনের ফলে লাভের মুখ দেখছেন না চাষিরা।

About Burdwan Today

Check Also

বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *