দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বয়লার মুরগির দাম। কিছুদিন আগে মুরগির দাম ছিল ১০০ টাকা। মঙ্গলবার পেট্রোল দাম ছিল লিটারে ১০০ টাকা। বুধবার একলিটার পেট্রোল দাম ১০০ টাকা ২৩ পয়সা। এদিন আবার বয়লার মুরগি দাম দাম ১৪০ আবার কোথাও ১৪৫ কাটা মাংস ২০০। দিন দিন যেমন বাড়ছে পেট্রোপণ্যের দাম, সেই রকম মুরগির দাম বাড়ার ফলে মুরগি বিক্রি আগের তুলনায় কম।
বাঁকুড়া জেলার ইন্দাসে দীনবন্ধু নন্দী নামে এক মুরগী ব্যবসায়ী বলেন, উৎপাদন কম হওয়ায় তাই এত দাম। তবে এই দাম অনেকটাই কিছুদিনের মধ্যে কমবে।
Social