Breaking News

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, ডুবে গেল পিকআপ ভ্যান

 সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ প্রচন্ড দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠেগেছিল, একটু বৃষ্টির জন্য হাহাকার উঠেছিল চারিদিকে। অবশেষে সবার প্রার্থনার পর রাজ্যে নামলো বৃষ্টি। গরমের তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও নতুন সমস্যায় জর্জরিত শিল্পাঞ্চলের মানুষ। বিগত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বাড়ি ভেঙ্গেছে, কুয়ো মাটির তোলায় ঢুকে গেছে, কয়লাঞ্চলে বিভিন্ন এলাকায় ধসের আতঙ্ক ছড়িয়েছে। আসানসোল পৌরনিগমের ৫৭ নং ওয়ার্ডে বরাচক গ্রামে যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে, জলমগ্ন হয়ে গেছে রাস্তা তৈরী হয়েছে বিশাল গর্ত। একটা পিকআপ ভ্যান বৃহস্পতিবার সকালে গ্রামে ঢুকতে গিয়ে বৃষ্টির জলের জন্য রাস্তায় তৈরী হওয়া গর্তের মধ্যে ডুবে যায়, গ্রামের যুবকরা কোনরকমে গাড়িটাকে বার করে। রাস্তায় মোটরসাইকেল করে পারাপার করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 

আসানসোল পৌরনিগমে খবর দিলেও রাস্তা মেরামতের জন্য কেউ না আসাতে গ্রামবাসীরা নিজে থেকে রাস্তায় বোল্ডার, বড় ইটের চাঁই ফেলে গর্তগুলো ভরাট করে যাতায়াতের রাস্তা তৈরী করছে। স্থানীয় কাউন্সিলরেরকে জানানো হয়েছে গ্রামে যাতায়াতের প্রধান রাস্তাকে তাড়াতাড়ি বানানো হোক  গ্রামে কেউ রাত্রে অসুস্থ হয়ে গেলে জল পেরিয়ে আসা তাদের পক্ষে দুঃসাধ্য।

About Burdwan Today

Check Also

মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *