Breaking News

লকডাউনে শালবনীর আদিবাসী গ্রামে অন্নসত্র তৃণমুল প্রাথমিক শিক্ষক সমিতির

 টুডে নিউজ সার্ভিস, শালবনীঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্রের তরফে আজ শালবনীর ৩ নং অঞ্চলের আদিবাসী মানুষের গ্রাম মহারাজপুরে অন্নসত্রের আয়োজন করা হয়। শতাধিক গ্রামের মানুষের কাছে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি দ্বিপ্রাহরিক ভোজনের জন্য প্যাকেট তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি তন্ময় সিংহ জানান লকডাউনে গতবারের ধারা মেনে আমরা অন্নসত্র শুরু করলাম, আগামীদিনে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। সমিতির শিক্ষক দের তরফে বাপ্পা বিষয়ী ভাউদি বন্ধুগোষ্ঠী ক্লাবের সদস্যদের ও স্থানীয় স্তরে ঠাকুরদাস মাহাত ও জোতস্না মান্ডিকে বিশেষ ধন্যবাদ দেন। 

এদিনের কর্মসূচিতে সদর উত্তর চক্রের তরফে সুব্রত দাস, অমর চৌধুরী ও সঞ্জয় নামহাতা জানান, গ্রামবাসীদের হাতে ভাত, নবরত্ন ও মাংসের প্যাকেট তুলে দিতে পেরে তারা খুশি। গড়বেতা থেকে আগত কেশপুর ব্লকের শিক্ষক অভয় মিশ্র সকলের হাতে মাস্ক তুলে দিয়ে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

About Burdwan Today

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *