টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লকডাউনের তৃতীয় দিনে মঙ্গলবার শহরের মোড়ে মোড়ে চলছে নাকাতল্লাশি। এদিন বর্ধমান শহরের পারবীরহাটা মোড়ে বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে চলছে জোরকদমে নাকা তল্লাশি। এদিন সমস্ত চার চাকা দু’চাকা গাড়িকে ধরে তাদের কাছ থেকে নথিপত্র দেখেই তবেই ছাড় দেওয়া হচ্ছে। তবে এখনও মানুষ সচেতন নয় কিছু মানুষ আছে যারা অকারনে রাস্তায় বের হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার মানুষজনকে সচেতন করলেও এখনও অনেকে সচেতন নয়।
Check Also
কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধরলো পুলিশ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার …
Social