টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ লকডাউনের প্রথম দিনেই শুনশান শহর বর্ধমান। এদিন রাস্তায় লোকজন খুবই কম। এদিন সবজি বাজারে লোকজন থাকলেও রাস্তায় লোকজন একেবারে নেই বললেই চলে। তবে বেলা বাড়তেই ছবিটা ঠিক অন্যরকম ।
বর্ধমানের কার্জনগেট চত্বর খাঁ খাঁ করছে। একই অবস্থা স্টেশন চত্বরেও। সেখানেও লোকজনের হাঁকডাক নেই। লোকাল ট্রেনতো আগেই বন্ধ হয়েছে। তবে কয়েকটি স্পেশাল ট্রেন চলাচল করছে। সেখানে রেল কর্মী ছাড়াও স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করতে পারছেন উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে। তবে শহরের পারবিরহাটা ,স্টেশন এলাকা জেলা পুলিশের তরফ থেকে চলছে নাকা চেকিং। এদিন নাকা চেকিংয়ে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র।
এদিন অনেকেই অকারন বসত রাস্তায় বেরিয়ে পরেছে। তাদেরকে যথেষ্ট পরিচয়পত্র দেখিয়ে তবেই ছাড় দেওয়া হচ্ছে।
Social