দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনার দ্বিতীয় ঢেউ এর কারনে এই দেশের সাথে সাথে রাজ্যের মানুষও জেরবার। সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। লকডাউন এবং করোনার জেরে অনেকেই কাজ হারাচ্ছেন। এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুররাণী পুষ্করীনি গ্রামের বুদ্ধদেব দে ও পিন্টু বাগদীর আজ তারা বড় অসহায় ভাবে দিন কাটচ্ছে । বুদ্ধদেব দে বলেন, গরীব পরিবারে মানুষ দিন এনে দিন খাই। বড়োগোবিন্দপুর বাজারে ঠেলা গাড়ি করে ঘুগনি, সিঙ্গারা বিক্রি করে যা উপার্জন হত তা দিয়েই কোন মতে সংসার চলে যেত। করোনার দ্বিতীয় ঢেউ সব শেষ করে দিল। পিন্টু বাগদী বলেন, লকডাউনের আগে ফুচকা ভালোই বিক্রি হত। লকডাউনে ফলে আজ খুব অসহায় ভাবে দিন কাটচ্ছে। এখন ১০০ দিনের কাজ পেয়ে সংসারটা চালাতে পারছি। তবে করোনার কারনে তাদের ব্যবসা অনেকখানি ঘাটতি দেখা গেছে। চিন্তায় ভাঁজ পড়েছে তাঁদের।
Social