টুডে নিউজ সার্ভিস, কালনাঃ একদা মঞ্চ মাতানো গায়ক লকডাউনের মধ্যে কাজ হারিয়ে রাস্তায় গান গেয়ে ধূপ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুর এলাকার উত্তম দেবনাথ। বিগত কয়েক বছর ধরে নবদ্বীপের এক অর্কেস্ট্রারের লিড সিঙ্গার ছিলেন উত্তমবাবু। গত বছর ধরে লকডাউনের পর আর কোনো হয়নি শো, ফলে পেটের দায়ে মাইক হাতে গান গেয়ে রাস্তায় ধূপ বিক্রি করছেন একদা শিল্পী উত্তম দেবনাথ।
উত্তমবাবুর কথায় গান গাওয়ার জন্য একটি মাইক্রোফোন সঙ্গে রেখেছি গান গাইলে আশেপাশের চারটি মানুষ জোগাড় হয়ে যায়, আর তারপরই গান শোনানোর পরই ধূপ বিক্রি করি। এভাবেই প্রতিদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে পেশার তাগিদে জীবিকা পাল্টে ফেলেছেন উত্তমবাবু। বাড়িতে রয়েছেন তার স্ত্রী এবং দুই ছেলেমেয়ে কষ্টের সংসার, গান গেয়েও ধূপ বিক্রি করেও কোনো দিনও হয় দেড়শো টাকা, কোনওদিনও দুশো টাকা একটু ভালো হলে তিন একশো টাকা পর্যন্ত রোজগার হয়। উত্তমবাবুর কাতর আবেদন আমাদের মতো শিল্পীদের যদি সরকার একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমরা অনেকটাই উপকৃত হতাম ।