Breaking News

রেললাইনে কাজ করার সময় রেলকর্মীর মৃত্যু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার সকালে বর্ধমান পশ্চিম রেলওয়ে শাখার খানা জংশনে রেললাইনে কাজ করার সময় দূরঘর্টনায় এক রেল কর্মীর মৃত‍্যু হয় ।মৃতের নার হরিদ্বার যাদব।তার মৃত‍্যুর পরেই ক্ষোভে ফেটে পরেন সহকর্মীরা ।তাদের অভিযোগ উপযুক্ত সুরক্ষা ব‍্যবস্থা না থাকাতেই তার মৃত্যু হয়েছে ।তারপর কর্মীরা একত্রিতভাবে বর্ধমান স্টেশনে ইঞ্জিনিয়ারিং বিভাগে বিক্ষোভ দেখায় আগে জি আর পি এফ অফিসে গিয়েও বিক্ষোভ দেখান তারা।

এর পাশাপাশি কর্তব্যরত আধিকারিকের অপসারন দাবি করেন তারা । অপূর্ব হালদার নামে এক কর্মী বলেন আমাদের কাজের সময় থেকে বেশি কাজ করানো হয় ,নানা অছিলায় মাইনে কেটে নেওয়া হয় । এছাড়া দীর্ঘদিন ধরে সুরক্ষার বিষয়টি ক্ষতিয়ে না দেখেই কাজে পাঠানো হয়। আমাদের প্রান হাতে নিয়ে কাজ করতে হয় । আগেও ছোটো বড় দূরঘর্টনা ঘটেছে, আজও সুরক্ষার অভাবেই এই কর্মীর মৃত্যু ঘটেছে বার বার কর্তীপক্ষকে জানিয়েও কোনো ব‍্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাই  আমরা বিক্ষোভে সামিল হয়েছি ।পাশাপাশি এদিন আধিকারিকের অপসারন দাবি করেন তারা পরে কতৃপক্ষের তরপ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিক্ষোভরত কর্মীদের সাথে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর এই বিক্ষোভ তারা তুলে নেয়। যদিও বিষয়টি নিয়ে আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি।

About Burdwan Today

Check Also

রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনার রামমোহন রায় ছাত্রী নিবাসে মঙ্গলবার উন্মোচন হলো রাজা রামমোহন রায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *