রাস্তা সংস্কারের দাবিতে ভরতপুর ১-এ গ্রামবাসীদের বিক্ষোভ

তারক নাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থেকে শুরু করে তালগ্রাম যাবার দীর্ঘ ৮ কিলোমিটার প্রধান রাস্তা কঙ্কালসার হয়ে রয়েছে যার জেরে গর্ভবতী মহিলা থেকে শুরু করে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত পড়তে হয় চরম বিপাকে। গ্রাম থেকে শহরে আসার একমাত্র প্রধান রাস্তা খানাখন্দে ভর্তি রাস্তার মধ্যে বর্ষার জল দাঁড়িয়ে থাকছে এই রাস্তা সংস্কারের দাবি তুলে ভরতপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের করে ও পরে ভরতপুর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানাকে স্মারকলিপি প্রদান করে গ্রামবাসীরা।

   স্মারকলিপি প্রদানের পর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা জানান এ রাস্তা করার সামর্থ্য তাদের নেই জেলা পরিষদের কাছ থেকে এই রাস্তার অনুমতি নিতে হবে তবে ভরতপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানা এ বিষয়ে সংবাদমাধ্যমেকে কোনো প্রতিক্রিয়া দেননি। গ্রামবাসীরা জানিয়েছেন তারা এই রাস্তার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে রাজি আছে। গ্রামবাসীরা এই রাস্তার দাবি তুলে বিধায়ক তথা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে।

About Burdwan Today

Check Also

স্বামী বিবেকানন্দ ১৬৩তম জন্মবার্ষিকী ও যুব দিবস পালন মন্তেশ্বরে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনে ১৮৬৩ সালে ১২ জানুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *