টুডে নিউজ সার্ভিসঃ বেশিরভাগ বাইকাররাই জানেন যে মাটিতে বা রাস্তায় হেলমেট রাখার বিশেষ একটা মানে আছে। মাটিতে বা রাস্তায় বাইকের পাশে হেলমেট রাখা মানে বাইকার বিপদগ্রস্থ হয়েছেন। এটি বাইকার কোড হিসেবে ব্যবহৃত; এবং অন্যের সাহায্য প্রার্থনা করার #আন্তর্জাতিক_চিহ্ন।
সুতরাং আপনি যদি আপনার চলার পথে কোন বাইকারকে দেখতে পান যে বাইকের পাশে রাস্তায় বা মাটিতে হেলমেট রেখে দাঁড়িয়ে আছেন, জানবেন তিনি সাহায্যপ্রার্থী। সেক্ষেত্রে থামতে দ্বিধা করবেন না কারণ বাইকার ভাইটি নিশ্চিত বিপদগ্রস্থ!
মনে রাখবেন চলতি পথে বিপদগ্রস্থ আজকে উনি, কাল আমি, পরশু হয়তো আপনি। সুতরাং সাহায্যের হাত বাড়িয়ে দিন। ঈশ্বর না করুন, বিপদে পরলে আপনিও এমনই সাহায্য আশা করবেন, তখন আরেকজন আপনার সাহায্যে এগিয়ে আসবেন।
সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত
Social