নিখিল কর্মকার, রানাঘাটঃ আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট সম্পন্ন হোক বাংলায়। বোমাবাজি করে ভোট চাই না গুলি চালিয়ে ভোট চাই না রক্ত ঝরিয়ে ভোট চাই না গণতান্ত্রিক উপায়ে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে তাই মেনে নেব। সোমবার দুপুরে নদীয়া রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী শংকর সিংয়ের সমর্থনে রানাঘাট নসরাবাণী সংঘের ময়দানে এক দলীয় জনসভায় যোগদান করতে এসে এই কথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের চতুর্দশীতে কোচবিহারের শীতলকুচির গুলিচালনার ঘটনার তীব্র নিন্দা করে ঘটনাটি সম্পূর্ণভাবে বিজেপির পূর্বপরিকল্পিত বলে এই দিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে কার্যত এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও এই দিন দাবি করেন তিনি। তৃণমূল ক্ষমতায় আসলে আগামী দিনে সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণনগর নবদ্বীপ সহ বিস্তীর্ণ এলাকায় নতুন করে পাকা রাস্তা ঘাট ও ঘরবাড়ি নির্মাণ করা হবে। ঢেলে সাজানো হবে এলাকার ট্যুরিজম ব্যবস্থাকে। এছাড়াও জলস্বপ্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল বলেও এই দিন প্রকাশ্য জনসভায় থেকে অগ্রিম উন্নয়নের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন সকাল সকাল প্রত্যেককে ভোট কেন্দ্রে পৌঁছে নিজের ভোটটা তৃণমূলকে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social