নিখিল কর্মকার, নদীয়াঃ বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ গতকাল রাতে সাড়ে ১১ টা নাগাদ শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বুথ সভাপতির বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয় এবং বাড়ির জানালা লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন ঘরেই শুয়ে ছিলেন বিজেপির বুথ সভাপতি হরি বিশ্বাস। বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পলাতক। বুথ সভাপতি হরি বিশ্বাস জানান, এর আগেও আমার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। এই ঘটনার সাথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, শান্তিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক জগন্নাথ সরকার জয়লাভ করার পর বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেয় এরপর থেকেই বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে বারবার প্রকাশ্যে এসেছে তারই ফলস্বরূপ প্রতিফলন। শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর বলেন, শান্তিপুর বিধানসভায় বিজেপি ভালো ফল পেয়ে জয়ী হওয়ার পর থেকেই একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। শান্তিপুর বিধানসভায় আবারো উপ নির্বাচনে বিজেপি যেন কোন রকম ভাবে জয়ী না হতে পারে তারই চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সেই কারণেই বুথ সভাপতির বাড়িতে রাতের অন্ধকারে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল।
Social