Breaking News

রাজ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি


প্রবীর মণ্ডল, বর্ধমানঃ আধুনিক নগরজীবনে ক্লান্ত বিধ্বস্ত কবি একদিন ব্যাকুল হয়ে আবেদন জানিয়েছিলেন “দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।” এ বিশ্বে সৃষ্টির আদি হল উদ্ভিদ। এই ধরীত্রির সৃষ্টিলগ্নে বিশ্বসংসার পরিপূর্ণ ছিল বৃক্ষরাজি দ্বারা গঠিত সুবিশাল অরণ্যে।

দূষণের মারণ রোগে আক্রান্ত এই বিশ্বপ্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে।

এই সময় যখন করোনা আবহে গোটা দেশজুড়ে সমগ্র দেশে যখন অক্সিজেনের সংকট, সেই সময়কে লক্ষ্য করে এগিয়ে এলো ছাত্রসমাজ, যার নেপথ্যে বর্ধমান রাজ কলেজের ‘তৃণমূল ছাত্র পরিষদ’।  শুক্রবার বর্ধমান রাজ কলেজ ক্যাম্পাসে  একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেন্ট শুভজিৎ পাল এবং ছাত্র পরিষদ ইউনিটের অন্যান্য সদস্যেরা।

About Burdwan Today

Check Also

দুই পরিবারের অশান্তির শিকার নাবালিকা, গোপনাঙ্গে একাধিক আঘাত

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পোষ্য কুকুরে ফুলকপির জমি নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *