নিখিল কর্মকার, নদীয়াঃ জেলায় সন্ত্রাসে বলি ২। তৃণমূলের সন্ত্রাসের কেউ থানায় গেলে তার এফ আই আর নেওয়া হচ্ছে না। উপরন্তু আত্মপক্ষ সমর্থনে কেউ কিছু করলে তাকে জামিন না পাওয়া ধারা দেওয়া হচ্ছে। সাংসদ জগন্নাথ সরকার জেলাশাসকের সঙ্গে দেখা করার আগে জেলায় তৃণমূলের সন্ত্রাস নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এক্ষেত্রে পুলিশ খুব সক্রিয়। এ অন্যায় যাতে না হয় তার জন্য জেলাশাসকের সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আরও বলেন, এখনও পর্যন্ত জেলায় দুজন মারা গিয়েছে। আর একশো জন আহত হয়েছেন। ফলে কর্মীরা খুবই আতঙ্কে রয়েছে।
Social