দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনার দ্বিতীয় ঢেউ বেড়েই চলেছে সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের চিত্রটিও একই। জেলায় জেলায় বাড়ছে এই সংক্রমণ। করোনার হাত থেকে রক্ষা পেতে রাজ্য জুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন ।এখন পবিত্র রমজান মাস। এই সময়েই ফলের বাজার তুঙ্গে। রমজান মাসে ফল বিক্রেতাদের ব্যবসা ভালোই চলছিল। কিন্তু বাঁধ সাধলো করোনার দ্বিতীয় ঢেউ এবং আংশিক লকডাউন। ফলে ব্যবসায় কিছুটা হলেও ভাটা দেখা দিয়েছে এমনি চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বড়গোবিন্দপুর বাজারে।তাছাড়াও দাম এখন আকাশ ছোঁয়া। গোবিন্দপুরের তাপস দে নামে এক ফল ব্যবসায়ী বলেন, প্রথম প্রথম ফল ভালোই বিক্রি হচ্ছিল। করোনার দ্বিতীয় ঢেউ এবং আংশিক লকডাউনের জন্য বিক্রি একদম নেই। অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে। ধনঞ্জয় বাগ্দী নামে আরও এক ফল ব্যবসায়ী বলেন, আংশিক লকডাউনের জন্য এখন ফলের দাম চড়া। এর ফলে বিক্রি অনেক কম। তাছাড়া করোনা এবং লকডাউনের জন্য অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে না।
Check Also
বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশমীর রাতে মোটর বাইকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বর্ধমানের পালসিট …
Social