টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা সংক্রমণে নাজেহাল সাধারণ মানুষ। রক্তের চাহিদা বেড়েই চলেছে। এই সংক্রমণের সময় রক্ত সংঙ্কট না হয় তার জন্য প্রয়োজন রক্তের যোগান। আর এই রক্তের সংকট মেটাতে বৃহস্পতিবার বর্ধমান সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায় এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদান করেন। এই সংগ্রহিত রক্ত শিবশঙ্কর সেবাসদন সমিতির হাতে তুলে দেওয়া হয়।
সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অম্বর ভকৎ বলেন করোনার সময় রক্তের সংকট মেটাতেই আমারা এই ধরনের উদ্যোগ নিয়েছে। আগামী দিনেও আরো রক্তদান শিবিরের আয়োজন করা হবে ।
Social