টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত বছর আমরা দেখেছিলাম শহরের বিভিন্ন রাস্তায় রং তুলি দিয়ে এক অভিনব করোনার সচেতন বার্তা দিয়েছিলেন একদল শিল্পী। এবারও সেই একই রকম চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়, রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো বর্ধমানের একটি সংগঠন সুন্দরম ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা রাস্তায় বসে পথচলতি মানুষদের সচেতন করতে করোনা নিয়ে বিভিন্ন বানী লেখেন। এদিন রাস্তায় রঙ তুলির টানে লেখা হয় “স্বচ্ছ হাত মুখে মাস্ক কোভিড তুই দুরেই থাক।” এছাড়াও মনুষ্য মুখমন্ডল মাস্ক পড়া ছবিও আঁকেন তারা। ঠিক এই সময়ে এক বছর আগে এরকমি পথের মধ্যে লেখা হয়েছিলো দূরত্ব বজায় রাখুন মাস্ক পরে চলুন লকডাউন মেনে চলুন। আর সেই বার্তাই আবার ফিরে এলো বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরম ফাউন্ডেশনের পক্ষ থেকে।
Social