টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরের শতাধিক যুবক যুবতীদের নার্সিং ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করলো বর্ধমান পৌরসভা নব নির্বাচিত বোর্ড। বুধবার বর্ধমান পৌরসভার প্রান্তশালায় এক কর্মশালার আয়োজন করে বর্ধমান পৌরসভা।কর্মশালা উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় সহ প্রশাসক আইনূল হক সহ অন্যান্যরা। কর্মশালার পর সহ প্রশাসক আইনূল হক বলেন এন ইউ এল এল ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ট্রেনিং কর্মসূচি করা হয়। সেলফেল গ্রুপ থেকে জিডিএ ট্রেনিং দেওয়া হবে। এই সেলফ হেল্প গ্ৰুপের মহিলারা বর্ধমানের ৩৫ টি ওয়ার্ড থেকে ১০০ জনা কে বেঁছে নিয়ে আসবে। সেই সমস্ত বেনিফিসিয়ারীদের একটা ট্রেনিং এর কর্মসূচি হবে। সম্পুর্ন বিনা মূল্যে হবে এই ট্রেনিং বেনিফিসিয়ারীদের কোনো অর্থই খরচ করতে হবে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিকে সাবলম্বী করা। এই ট্রেনিংয়ে যারা প্রশিক্ষত হবেন তাদের নিশ্চিত চাকরি হবে। কর্মসংস্থাতে আট থেকে দশ হাজার টাকা করে বেতন পাবেন বলে বলেন বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনূল হক। এছাড়া পৌরসভার উদ্যোগে টেলারিং ও বিউটি শিয়ানের ট্রেনিং চলছে। ছয়মাস ট্রেনিং চলবে বলে জানান আইনূল হক।
Social