টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিসি রোড এলাকায় যেসমস্ত ফুটপাত ব্যবসাদার রয়েছে। তারা রাস্তার উপরেই বিভিন্ন ধরনের ব্যবসা খুলে বসেছেন। ফলে দীর্ঘদীন ধরেই বিসি রোডে যানজট সৃষ্টি পথচলতি মানুষদের যাতায়াতেরও অসুবিধা হচ্ছে। তাই এদিন বৃহস্পতিবার বর্ধমান বিসি রোডে চত্বরে জেলা পুলিশের তরফ থেকে ব্যবসাদারদের রাস্তা থেকে উঠিয়ে ব্যাবসা করতে বলা হয়। করোনা যেভাবে বেড়ে চলছে শহরে তাতে শহরের সাধারন মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে ।তাই ব্যবসাদারদের সচেতন করতে এবং যানজট মুক্ত করতে সামাজিক দূরত্ব বজিয়ে রাখতে জেলা পুলিশের এই উদ্যোগ।
এদিন হর্কাস ইউনিয়নের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, পুলিশের এই উদ্যোগ খুব ভালো। আমাদের সংগঠনকে বলা হয়েছে তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যবসা করে । এছাড়া রাস্তাতে তারা যেন ছোটো করে ব্যবসা লাগিয়েই ব্যাবসা করে ।
Social