তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মোবাইলে গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝামেলা। সেই অভিমানে মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী। মৃত কিশোরীর নাম সুফিয়া খাতুন (১৫)। মৃত কিশোরী গৌরীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায় ,শুক্রবার দুপুরে মোবাইলে গেম খেলা নিয়ে সুফিয়ার সঙ্গে তার ভাইয়ের ঝামেলা হয়। তার ভাই ফোনটিকে ছুড়ে ফেলে দেয়। সেই অভিমানেই ওই ছাত্রী ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। ঘটনার খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
Social