টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের সন্নিকটে গুরুদোয়ারের বিপরীতে একটি মোবাইলের দোকানে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে । কি থেকে এই আগুন লাগলো তা এখনও সঠিক জানা যায়নি। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ ও দমকল ।এদিন দমকলেন তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে ।দমকল সূত্রে জানা যায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।এই দোকানের পাশেই পর পর অনেক দোকান আছে সময়মতো আগুন নিয়ন্ত্রনে না আনলে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো বলে স্থানীয়দের অনুমান।
Check Also
হাওড়া জাতীয় লোক আদালতে প্রায় ৬ হাজার মামলার নিস্পত্তি ঘটলো
মোল্লা জসিমউদ্দিনঃ সম্প্রতি সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতও তার …
Social