টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ মেমারি ২ নম্বর ব্লকের মন্ডল গ্রাম ও বড়পলাশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল মদ তৈরি করার ২৫ প্যাকেট ট্যাবলেট, ৬২ প্যাকেট ইস্ট সহ অন্যান্য সামগ্রী। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদ বিক্রি ও তৈরির অভিযোগ উঠছিল।
উক্ত ঘটনায় মেমারি থানার পুলিশ, বিপদ বরণ নন্দী, রাম দাস ও পীযুষ রক্ষিত নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, এই তিনজনের বাড়ি মেমারি দু’নম্বর ব্লকের মন্ডল গ্রাম এলাকায়।
অভিযুক্তদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
Social