Breaking News

মায়াপুর ইস্কন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শ্রীধাম মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উৎসব বা শুভ আবির্ভাব তিথি উৎসব। তার আগেই সেজে উঠেছে মায়াপুর। তবে  প্রতিবছর যেরকম সারা দেশ  বিদেশ থেকে ভক্তদের ঢল নামে ইস্কনে, এবছর কোভিডের কারণে সেই রকম ভক্ত সমাগম  হয়নি বললেই চলে।

মন্দিরে আগত সকল  জনসাধারণ ও ভক্তদের কোভিড বিধি মেনেই প্রবেশ করতে দেওয়া হয় ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে।

About Burdwan Today

Check Also

“ওরা আমায় বাঁচতে দেবে না”, ওরা কারা? তদন্তে জিআরপি

টুডে নিউজ সার্ভিসঃ রক্তাক্ত দেহ উদ্ধার হল এক ছাত্রীর। শুক্রবার রাতে কালনার রামকৃষ্ণপল্লীর কাছে রেললাইনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *