বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শ্রীধাম মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উৎসব বা শুভ আবির্ভাব তিথি উৎসব। তার আগেই সেজে উঠেছে মায়াপুর। তবে প্রতিবছর যেরকম সারা দেশ বিদেশ থেকে ভক্তদের ঢল নামে ইস্কনে, এবছর কোভিডের কারণে সেই রকম ভক্ত সমাগম হয়নি বললেই চলে।
মন্দিরে আগত সকল জনসাধারণ ও ভক্তদের কোভিড বিধি মেনেই প্রবেশ করতে দেওয়া হয় ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে।
Social