সুপ্রিয় পরামানিক, দুর্গাপুরঃ ‘জল বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে সমস্ত মানুষকে সচেতন করার লক্ষ্যে কলকাতা থেকে রিকশা করে ভ্রমণ শুরু করেছিলেন সত্যেন দাস। তিনি শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে এসে পৌঁছান সেখানে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পর শনিবার আবার রওনা দেন। দুর্গাপুরের মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যেন দাসকে সম্বর্ধনা দেওয়া হয়। তারপর শনিবার সকালে তিনি আসানসোল হয়ে সিয়াচেন ভারত-পাকিস্তান সীমান্তের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্ব উষ্ণায়নের ফলে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ুর যার জেরে বিভিন্ন রোগের প্রাদূর্ভাব ঘটছে।
বিশ্ব উষ্ণায়ন নিয়ে সকল মানুষকে সচেতন ও তার বা তাদের সত্যেন দাস। তিনি পরিবেশ রক্ষার্থে রিক্সা করে ভ্রমণ শুরু করেন। কলকাতা থেকে দুই নম্বর জাতীয় সড়ক ধরে তিনি রওনা দেবেন ভারত-পাকিস্তান সীমান্তে।
Social