টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কোভিডের এই ভয়াবহ পরিস্থিতিতে একদিকে চিকিৎসা পরিষেবা এবং তার খরচ নিয়ে নানান অভিযোগ আসছে, তারই মাঝে মানবিকতা এবং চিকিৎসা পরিষেবার এক অনন্য নজির সৃষ্টি করল বর্ধমান মেডিটেক হাসপাতাল। গত ৫ মে রাত ১১.৪৫ এ অশোক কুমার দাস নামক দুর্গাপুরের এক কোভিড রোগীকে নিয়ে তার বাড়ির লোক যখন দিশাহারা, শহরের নামকরা বেসরকারি হাসপাতাল ন্যূনতম অক্সিজেন দিয়ে সাহায্য পর্যন্ত না করে তারা ফিরিয়ে দিয়েছে একটা অ্যাম্বুলেন্স চেয়ে তারা পায়নি। ঠিক তখনই এক রোগী পরিষেবা সংস্থার মাধ্যমে তারা রোগীকে নিয়ে যায় মেডিটেক হাসপাতালে, তারাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। মৃত প্রায় ওই রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভর্তি করে এবং জরুরী বিভাগে চিকিৎসা শুরু করে। শনিবার সেই রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। রোগীর সুস্থ হয়ে বাড়ি যাওয়ায় পরিবার পরিজন থেকে শুরু করে হাসপাতালের সমস্ত স্টাফ ও হাসপাতালে মালিক আব্বাসউদ্দিন ভীষণ খুশি।
Social