দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস হাসপাতালের স্বাস্থ্যকর্মী সদানন্দ ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেন। সরকারের কাছে যে টাকা পেয়ে ছিলেন নিজে খরচ না করে তিনি আশ্রমে দান করেন। এহেন মানসিকতার পরিচয় দিয়ে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। বাবা ধর্মদাস চট্টোপাধ্যায়ের কথায় , ছেলে প্রায়ই বিভিন্ন গরীব মানুষের কাজে টাকা খরচা করে, আমি চাই এভাবেই ও মানুষের সাথে থাকুক।
সদানন্দ বাবু বলেন, এই আশ্রম সবসময়ই মানুষের পাশে থাকে। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো একান্তই দরকার। পরিবার এই টাকা ডোনেট এর ব্যাপারে আমাকে সাহায্য করেছে। আমার একটাই অনুরোধ এভাবেই সকলে এগিয়ে আসুন, পৃথিবীতে সুস্থ করে তোলার এবং এই বর্তমান পরিস্থিতিতে মানুষ হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার আমাদেরকেই নিতে হবে।
Social