Breaking News

মানবতার ত্রাণ বিতরণ

টুডে নিউজ সার্ভিস, দক্ষিণ ২৪ পরগনাঃ  ইন্ডিয়ান ওভারসীজ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, কল-২ (আইওবিওএ. কল-২) -এর উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ঈশ্বরীপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলিতে লঞ্চ নিয়ে ২৪ জুন ইয়াসে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, সর্ষে তেল লবন, মুড়ি, সোয়াবিন, সাবান, বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি। 

খাদ্যদ্রব্যের এই প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ডি জি এস শ্রীসন্দীপ দাস, রিজিওন্যাল অফিস কলকাতা-২ এর শাখা- সম্পাদক শ্রী আসিফ উল হক, এস সি এস টি এসোসিয়েশনের ডি জি এস শ্রী বিপুল ঘোষ প্রমুখ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আমফান-ইয়াস পরবর্তী সময়ে ব্যাংকের অফিসার- সংগঠনের আর্ত মানবের সেবায় দুঃস্থ জনগণের মাঝে এই ত্রাণ বিতরণ এক অনন্য নজির সৃষ্টি করল। মানবতার জয় হোক।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আকবরনগর তরুণ সংঘ

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জেলা ও জেলার বাইরের আটটি দল নিয়ে একদিনের কবাডি প্রতিযোগিতা  আয়োজিত হল  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *