চিত্র সৌজন্যে সোশ্যাল মিডিয়া |
নিখিল কর্মকার, নবদ্বীপঃ ভোট পর্ব সমাপ্ত হওয়ার পর অকারনে লাঠি চার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া রোড এলাকায়। অভিযোগ এই দিন ভোট পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় নন্দী রোড এলাকায় মহাদেব সাধুকা নামের স্থানীয় এক ব্যক্তি নিজের বাড়ির দরজায় বসে স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ করে তাদের উপর চড়াও হন কেন্দ্রীয় বাহিনী কয়েকজন জওয়ান এবং নির্বিচারে লাঠিচার্জ করা হয় মহাদেববাবু সহ অন্যান্য ব্যক্তিদের ওপর। এমনকি এলাকার স্থানীয় মহিলাদের ও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এরপর গুরুতর আহত অবস্থায় মহাদেববাবু কে চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। অকারনে কেন্দ্রীয় বাহিনী এহেন অতর্কিত হামলার বিষয়টির পেছনে কী কারণ থাকতে পারে তা এখনও স্পষ্ট নয় আক্রান্ত মহাদেববাবু সহ ওই এলাকার বাসিন্দাদের। সম্পূর্ণ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা উচ্চতর প্রশাসনিক মহলে জানানো হয়েছে বলে জানান আক্রান্ত মহাদেব সাঁধুকা।
Social