নিখিল কর্মকার, নদীয়াঃ ভোট-পরবর্তী হিংসার সরোজমিনে তদন্তে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত সোমবার নদীয়া কৃষ্ণনগর এসে তারা সার্কিট হাউসে ওঠেন। সেখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা বলে জানার চেষ্টা করেন। ভোট-পরবর্তী হিংসার কারণে এখনও ঘরছাড়া একাধিক পরিবার। এদিন কেন্দ্রীয় তিন প্রতিনিধি দল রানাঘাট সহ চাকদহের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে যান এবং পরিস্থিতি জানার চেষ্টা করেন।
এদিন প্রথমে চাকদহ থানা তারপর বিভিন্ন গ্রামে গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে যান ৩ প্রতিনিধি দল।ভোট-পরবর্তী হিংসার কারণ এই যে একাধিক পরিবার এখনো ঘরছাড়া তারা কি আদৌ বাড়িতে ফিরতে পারবে? তবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে কতটা ভরসায় পেলেন এই পরিবারগুলো আগামী দিন সেটাই দেখার ? তারা কি ন্যায়বিচার পাবেন। ভোট-পরবর্তী হিংসার কারণে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে এখনও একাধিক বিজেপি পরিবার।
Social