নিখিল কর্মকার, নদীয়াঃ ভোটের ফল বেরোনোর পরে চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ লক্ষ্যভ্রষ্ট হলেও বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় সেই ছবি দৃশ্য ফুটে উঠল যদিও প্রাণে বেঁচে যান ওই নেতা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাকদা থানার পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Check Also
একটানা বৃষ্টি – বিপর্যস্ত এলাকাবাসী
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, বর্ধমানঃ গুসকরা শহরের আকৃতিটা অনেকটা গামলার মত- দু’প্রান্ত উঁচু, মাঝখানটা নীচু। ফলে …
Social