টুডে নিউজ সার্ভিস, ভাটপাড়াঃ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই অশান্ত হয়ে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা, রাজ্য শান্তি-শৃঙ্খলা অবস্থা খতিয়ে দেখতে রাজ্যে আসলেন ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
ভাটপাড়া বিধানসভা যে সমস্ত এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হয়েছিলেন সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন স্বরাষ্ট্র মন্ত্রকের ৪ সদস্যের ওই প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখেন ভাটপাড়া বিধানসভা অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি। সেই সঙ্গেই তারা বিজেপি কর্মীদের ওপর হওয়া সন্ত্রাস ও বোমাবাজির কথাও শোনেন। কেন্দ্রীয় দল কে সামনে পেয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত অত্যাচারের কথা জানান। সেই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করেন যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ও তাদের এই দুষ্কৃতী তাণ্ডবের থেকে রক্ষা করতে পারে নি।
Social