টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বলরাম মাঝী(২০), পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শ্রীপুরের বাসিন্দা। মৃতের মা টুম্পা মাঝীর অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীরা ৪ মে রাতে লাঠি, বাঁশ নিয়ে তার স্বামীর উপর চড়াও হয়। ছেলে বাবা কে বাঁচাতে গেলে ওই দুষ্কৃতিরা ছেলের মাথায় আঘাত করে। তাতে ছেলের মাথার শিরা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় ছেলেকে প্রথমে কালনা, পরে কাটোয়া হাসপাতালে নিয়ে যায়। বুধবার তাকে বর্ধমানের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বুধবার রাতে বলরাম মারা যায়। টুম্পা দেবীর দাবী, তাদের কেউই রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। কিন্তু তারা বিজেপিকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের উপর আক্রমণ চালানো হয়। তার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দাবী করেছে মাঝী পরিবার।পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ।
Check Also
বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …
Social