নিখিল কর্মকার, নদীয়াঃ ভাঙ্গন পরিদর্শনে জেলাশাসক ঘুরে দেখলেন ভাগীরথীর তীরবর্তী বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা। মঙ্গলবার শান্তিপুর বিধানসভার অন্তর্গত বিহারিয়া মঠপাড়া, স্টিমার ঘাট, বয়রা ঘাট, চৌধুরীপাড়া, এই সমস্ত ভাগীরথীর ভাঙ্গন এলাকাগুলো ঘুরে দেখলেন জেলাশাসক শশাঙ্ক শেট্টি। ভাঙ্গন পরিদর্শনে উপস্থিত ছিলেন নদীয়া জেলা জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু , বিডিও প্রণয় মুখোপাধ্যায়, এসডিও রানা কর্মকার। ভাঙ্গন পরিদর্শনের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন জেলাশাসক।
পরিদর্শনের শেষে জেলাশাসক জানান আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখলাম অতি দ্রুততার সাথে কিভাবে এই ভাঙ্গন রোধ করা যায় তার ব্যবস্থা নেয়া হবে এছাড়াও ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকরা ভাঙন রোধের জন্য প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে কাজ শুরু করে দিয়েছে। এলাকার মানুষ যেটা দাবি করছে পাকাপোক্তভাবে ভাগীরথীর পাঁড় বাঁধানোর, আমরা সেদিকেও নজর দিয়েছি কিন্তু অনেকটা এরিয়া নিয়ে এই ভাঙ্গন তাই পাকাপোক্তভাবে কাজ করতে একটু সময় লাগবে। তবে আপাতত ভাঙ্গন রোধ করার জন্য প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে কাজ চলছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা খুব তাড়াতাড়িই যেন সমাধান করা যায় সেদিকেও নজর রাখা হচ্ছে।
Social