দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কলকাতাকে পিছনে ফেলে বাঁকুড়া জেলার ফলাফল অনেকটাই ভালো। তাই জেলা জুড়ে চলছে প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। এদিন বেলিয়াতোড় হাই স্কুলের ছাত্র আর্যশ্রী চট্টরাজ উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করায় স্কুলের সভাপতি তাকে বাড়িতে এসে সম্বর্ধনা জ্ঞাপন করল।
বেলিয়াতোড় উচ্চ মাধ্যমিক হাইস্কুলের কার্যকরী সভাপতি মুখোপাধ্যায় জানান বেলিয়াতোড় বাসী হিসেবে তিনি গর্বিত। উনি আরও জানান, এই ছাত্রের পড়াশুনার ক্ষেত্রে সব রকম সহায়তা তারা করবে।
Social