টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মানুষ যদি মানুষের পাশেই না দাঁড়ালো তাহলে আর মনুষ্যত্বই বা কি রইলো এই সমাজে? ভয়ঙ্কর বিধ্বংসী ঝড় ইয়াস তার তাণ্ডবলীলা সবথেকে বেশি চালিয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। প্রচুর মানুষ গৃহহীন আশ্রয়হীন সর্বহারায় পরিণত হয়েছে, এই সমস্ত সর্বহারা মানুষের কাছে পৌঁছনোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা দেখা গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কিছু ছোটবেলার বন্ধু-বান্ধবদের মধ্যে। তারা একজোট হয়ে সেই সমস্ত সর্বহারা মানুষদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস করলেন। নিজেদের চেষ্টাতে খাদ্যসামগ্রী বস্ত্রসামগ্রী তারা জোগাড় করলেন সেই সমস্ত সর্বহারা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। লকডাউন এর সময় আইনের অনুমতি নিয়ে তারা পৌঁছে গেলেন বর্ধমান থেকে সুদূর পূর্ব মেদিনীপুরের হলদিয়া অঞ্চলের বন্যাভাসিত গ্রামগুলিতে। সম্পূর্ণ নিজেদের চেষ্টায় জোগাড় করা সাহায্য সামগ্রী তারা তুলে দিলেন সেই গরীব মানুষদের হাতে। তাদের চোখের জল দেখে আনন্দাশ্রু বাধা মানল না সাহায্যকারীদেরও। কোন রাজনীতি নয় কোন ধর্ম নয় কোন বিভেদ নয় জিতে গেল শুধু মনুষ্যত্ব আর মানবিকতা।
চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, হলুদ, সোয়াবিন, মুড়ি, মিনারেল ওয়াটার এবং বস্ত্রসামগ্রী সেই সর্বহারা মানুষদের হাতে তুলে দিলো ছোটবেলার বন্ধুরা। বদলে তাদের প্রাপ্তি দুহাত তুলে আশীর্বাদ। কতটুকুই বা এই সাহায্য, মানুষগুলো যা হারিয়েছে তার কাছে এতো নগণ্য মাত্র। কিন্তু ছোটবেলার স্কুলের বন্ধুদের এই সাহসী এবং সৎ প্রচেষ্টা আজ সমাজের বুকে এক নতুন উদাহরণ সৃষ্টি করলো। বেঁচে থাকুক মনুষ্যত্ব এবং মানবিকতার এই চরম নিদর্শন।
Social