বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সম্পত্তির লোভে মা’কে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠলো ছেলেদের বিরুদ্ধে। সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানা এলাকার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধা আরতি সাহার স্বামী হরেন্দ্রনাথ সাহা গত কয়েক দিন আগে মারা যান। অভিযোগ, এর পর থেকেই পুরো সম্পত্তি লিখে দেওয়ার জন্য মা কে চাপ দিতে থাকে তার ছেলেরা। সম্পত্তি লিখে দিতে অস্বীকার করায় মা’কে ব্যাপক মারধর করে দুই ছেলে। অভিযোগ, তারা মায়ের চুলও কেটে দেয়।
বর্তমানে ছেলেদের অত্যাচারের হাত থেকে বাঁচতে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধা। ঘটনায় রানাঘাট মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা।
Social