টুডে নিউজ সার্ভিসঃ বিনোদন জগতে ফের ইন্দ্রপতন। প্রয়াত হলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দাপিয়ে অভিনয় করেছেন নাটকের মঞ্চে। গত ২৫ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার দুপুরে সকলকে ছেড়ে চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ সিনেমার বিমলা।
দাপুটে বর্ষিয়ান অভিনেত্রী প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। তার প্রয়াণে নাট্যজগত হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি একজন খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব ছিলেন, জনপ্রিয় নাট্য গ্রুপ নান্দীকারের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।
সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির বিমলা চরিত্র অভিনয় করেছিলেন। শেষবার তাকে বড় পর্দায় দেখা যায় ‘বেলা শেষে‘ ছবিতে। দীর্ঘ ৩১ বছর পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই চলচ্চিত্রে ফেরেন তিনি। সেই ছবি রেশ ধরেই তৈরি হয় ‘বেলাশুরু’। অন্যদিকে নাট্যমঞ্চে, বিপন্নতা, মাধবী, পাতা ঝরে যায়, সহ প্রভৃতি নাটকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন পাশাপাশি পিয়ানো বাজানোয় পারদর্শী ছিলেন সকলের প্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।
তারা প্রয়াণে বর্ধমানটুডে পরিবারের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা।
Social