টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমেটির পক্ষ থেকে রেড ভলেন্টিয়ার সহ সকলের অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিনেশনর দাবিতে ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার জেলাশাসকের কাছে। এদিন তারা জেলাপরিষদের দপ্তরের সামনে রেড ভলেন্টিয়াদের অবলম্বে ভ্যাকসিনেশনের দাবি জানিয়ে আন্দোলন করেন তারা।
সংগঠনের এস.এফ.আই-এর জেলা সম্পাদক অনিবার্ণ রায়চৌধুরী জানান, এর আগেও সি.এম.ও.ইচ-এর দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছিলেন রেড ভলেন্টিয়াদের ভ্যাকসিনেশনের দাবি জানিয়ে কিন্তু কোন লাভ হয়নি। তাই তারা এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, ১৮ বছরের উদ্ধে সকলকে ভ্যাকসিন দিতে হবে।
Social