দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম অসুবিধায় কোয়ালপাড়া ডেওপাড়া পানাহার যমুনার মানুষজন তারা বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ১৫-২০ টি গ্রাম এমনকি দুটি আশ্রম রয়েছে। এই কোয়ালপাড়াতে বিদ্যুৎ আসছে আর চলে যাচ্ছে এবং ভোল্টেজ কম থাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে তাছাড়া এই আশ্রমের মহারাজরা জানাচ্ছেন এই আশ্রম এ দু’জন অসুস্থ ব্যক্তি আছেন তাছাড়াও যে সকল যাত্রীরা বাইরে থেকে আসছেন তারা এই আশ্রমের বিদ্যুৎ না থাকার কারণে তারা ফিরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছে না সন্ধ্যার পর থেকেই নিশুতি নেমে আসছে বিদ্যুৎচালিত যন্ত্রাংশ কোন কিছু চলছে না অবিলম্বে এই বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ দপ্তর এর গাড়ি আটকে রাখ তারা আরও জানায় বিদ্যুৎ দপ্তর আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে আসতে হবে দ্রুত সমস্যার সমাধান করতে হবে নইলে আরও বৃহত্তর আন্দোলনের নামার কথা জানান স্থানীয় মানুষজন।
Check Also
মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …
Social