টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার বর্ধমান বিডিএ হলে জেলাশাসকের উপস্থিতিতে সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে করোনা সংক্রান্ত একটি জরুরি বৈঠক করলেন রাজ্য ফায়ার এন্ড এমারজেন্সি সার্বিসের প্রিন্সিপাল সেকেটারি মনোজ আগরওয়াল।রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য প্রতিটি জেলায় কোভিড কো -অডিনেটর নিয়োগ করা হয়েছে ।পূর্ব বর্ধমান জেলা কোভিড পরিস্থিতি মোকাবিলার কো -অডিনেটর হিসাবে সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি । সেখানে উপস্থিত পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা,মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায় ,ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ,অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় ,পৌরসভার আধিকারিক অমিত গুহ ও অতিরিক্ত জেলাশাসক।
Check Also
৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস
টুডে নিউজ সার্ভিসঃ মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক …
Social