টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভোট পরবর্তী সময় থেকে পূর্ব জেলার বিভিন্ন জায়গায় ঘর ছাড়া বিজেপি কর্মীরা। একটি মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে পুলিশ প্রশাসনের সহায়তায়। সেই মতো জেলা জুড়ে বিজেপি কর্মীরা ঘরে ফিরছে, কিন্তু এমন সময় এক অন্যচিত্র উঠে এলো শহর বর্ধমানে। বিজেপি করার অপরাধে কর্মী সহ পুরো পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মিঠু সিং সরকার। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার বালিরবাগানে।
বিজেপি কর্মী নবীন সরকার এলাকা ছাড়া থাকায় তার মা সুজাতা সরকার জানান, ভোটের ফলাফল প্রকাশের আগের দিন এলাকা ছাড়া ছেলে। হাইকোর্টের নির্দেশের পরও বাড়ি ঢুকতে পারছে না ছেলে। এখন আমাদেরও এলাকা ছাড়াতে বলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমরা এখন কোথায় যাবো সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে। অন্যদিকে, তৃণমূল নেত্রী মিঠু দেবীর দাবী, নবীন সরকার বিজেপি কর্মী হওয়ার পাশাপাশি এলাকায় তৃণমূল কর্মীদের ভোটের সময় হুমকি ও মারধরের ঘটনায় যুক্ত। এই রকম ছেলে ঘরে ফিরলে এলাকায় ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই স্থানীয়রা সকলে ঠিক করেছে পুরো পরিবারকে এলাকা ছেড়ে চলে যেতে। এই ঘটনায় কোন অন্যায় দেখছেন না তৃণমূল নেত্রী মিঠু সিং সরকার।
Social