পিয়ালী দাস, বীরভূমঃ মোহাম্মদ বাজার ব্লকের শালদহা মোড়ে বিজেপির পার্টি অফিস এখন তৃণমূলের। গত বিধানসভা ভোটের আগে থেকেই ওই অফিসটিকে ভারতীয় জনতা পার্টির অফিস করা হয়। বিধানসভা ভোটের সমস্ত নির্বাচনীয় কাজকর্ম সেখান থেকে পরিচালনা করা হয়। কিন্তু ২০২১ এর বিধানসভা ভোটে ভরাডুবি হয় বিজেপির। এরপর থেকেই বিজেপি কর্মীরা আস্তে আস্তে তৃণমূলে যোগদান করতে থাকে। মহম্মদ বাজার এলাকার যে ছটা অঞ্চল সাঁইথিয়া বিধানসভার মধ্যে পড়ে তাতে সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে আছে সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতি সাহা। এরপর থেকেই বেশিরভাগ বিজেপি কর্মী বর্তমানে তৃণমূলের যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেন এবং বর্তমানে তারা তৃণমূলের হয়েই কাজ করছে বলেই জানা যায়।
মোহাম্মদ বাজার ব্লক সভাপতি তাপস সিনহা বলেন, শালদহা মোড়ে যে বিজেপি কার্যালয় টি এদিন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিনত হয়েছে তার মালিক বিজেপি কে পার্টি অফিস করার জন্য ঘরটি দিচ্ছেন না, বরং তৃণমূলের সাথে যোগাযোগ করে পার্টি অফিসটি তৃণমূলের কার্যালয় করতে তিনিই দিয়েছেন।
Social